“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”

আপডেট: May 1, 2023 |

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: আজ সোমবার মহান ‘মে’ দিবস। সারা বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন।

১৮৮৬ সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরের ‘হে’ মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবীতে রাস্তায় জড়ো হয়, ঐ সময় শ্রমিকদের উপর এক অজ্ঞাত নামা ব্যক্তি (দালাল) বোমা নিক্ষেপ করলে, শ্রমিকদের ঘিরে রাখা পুলিশ সদস্যরা গুলি বর্ষণ করে এবং ঘটনা স্থলে শ্রমিক পুলিশ সহ প্রায় ১০-১২ জন নিহত হয়। মূলত এই ঐতিহাসিক ঘটনাটি ঘিরে ‘মে’ দিবসের সূচনা।

ঐ দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

১৯৭২ সালে বঙ্গবন্ধুর উদ্যোগে এবং তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আই এল ও) সদস্য পদ লাভ করে। এবারের মে দিবসের প্রতিপাদ্য ” শ্রমিক- মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”।

শ্রমজীবী মেহনতি মানুষের সম্মানে আজ সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষ্যে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো: শাহাব উদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share Now

এই বিভাগের আরও খবর