সিলেট বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট: May 3, 2023 |
inbound872992939164961402
print news

শিব্বির আহমদ ওসমানী, সিলেট প্রতিনিধি: সিলেট বিভাগীয় বিনিয়োগ ও ব্যাবসায় উন্নয়ন সহয়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে নিয়মিত অনুষ্ঠিত এসভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় কমিশনার ড,মুহাম্মদ মোশাররফ হোসেন।

দেশে বেসরকারি খাতে স্হানীয় ও বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা,বিনিয়োগে সহায়তা প্রদান এবং বিনিয়োগের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে গঠিত এ কমিটির সভা আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা),প্রধানমন্ত্রীর কার্যালয়,বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেট।

সভায় সিলেটের বিভাগীয় কমিশনার ড,মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন,সিলেট দেশের মধ্যে একটি সম্ভাবনাময় অঞ্চল,এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সিলেটকে আরও এগিয়ে নিতে হবে,এজন্য সরকারি কর্মকর্তা সহ সবাইকে দায়িত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে।

বিনিয়োগে প্রতিটি এলাকায় চ্যালেঞ্জ ও সম্ভাবনাকে চিহ্নিত করে তার উত্তরনে গুরুত্ব দিতে হবে।

এসময় তিনি বলেন,দেশের উন্নয়নের জন্য ব্যাবসার উন্নয়ন ও সম্প্রসারণের কোন বিকল্প নেই। বাংলাদেশে ব্যাবসা বান্ধন অনুকুল পরিবেশ রক্ষায় সকল বাধাকে দুর করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, দেশে প্রতি বছর ২২ লক্ষের বেশি লোক বিভিন্ন কাজের সাথে যুক্ত হচ্ছে,এরমধ্যে প্রাতিষ্ঠানিক কর্মে ১৫ শতাংশ ও অপ্রাতিষ্ঠানিক কাজে ৮৫ শতাংশ লোক রয়েছেন।

এটাকে আমাদের খেয়ালে রেখে সিলেট সহ সমগ্র দেশে কৃষি ও শিল্প খাতে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিনয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সিলেট বিভাগীয় পরিচালক জুলিয়া যেসমিন মিলি। সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ,অতিরিক্ত ডিআইজি এম এ জলিল, এফবিসিসিআই এর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ,সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী,সিলেট অনলাইন প্রেসক্লাব সাধারন সম্পাদক মকসুদ আহমদ মকসুদ প্রমুখ। সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধিগ অংশনেন।

Share Now

এই বিভাগের আরও খবর