মাদারীপুরে পরিত্যক্ত দোকানঘর থেকে মরদেহ উদ্ধার


গাউছ-উর রহমান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর উপজেলায় পরিত্যক্ত একটি দোকান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার টেকেরহাট-কবিরাজপুর সড়কের হোসেনপুর ইউনিয়নের তালপট্রি এলাকা থেকে গোবিন্দ নামে এক ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন।
নিহত গোবিন্দ রায় (৪৮) একই ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের মৃত তারাপদ রায়ের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আলমগীর হোসেন বলেন, “গোবিন্দের বিরুদ্ধে এলাকায় ছিঁচকে চুরির একাধিক অভিযোগ রয়েছে। সোমবার রাতে গোবিন্দ হোসেনপুরের নাগরদীর শুকদেব মালোর বাড়িতে চুরি করতে যান।
“এ সময় বাড়ির লোকজন তাকে ধরে ফেলে। পরে তাকে মারধরের এক পর্যায়ে নিস্তেজ হয়ে পড়লে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়।”
ওসি বলেন, “ধারণা করা হচ্ছে, আহত অবস্থায় গোবিন্দ তালপট্টি এলাকার একটি পরিত্যক্ত দোকানের ভেতর আশ্রয় নেন।
“সকালে ওই দোকানে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।”
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
“এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শুকদেব মালো ও তার স্ত্রীকে থানায় আনা হয়েছে।”
গোবিন্দের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।