“মা” এক অদ্ভুত প্রশান্তির নাম

আপডেট: May 13, 2023 |

মো: হৃদয় ইসলাম :

“মা নাই যার ভাই এ জগতে
মায়ের মর্ম সেই একমাত্র বুঝে,
সুখ, দুঃখের সময় দিনে রাত্রে
মায়ের মমতার কোল খুঁজে।”

মা,
শব্দটির মধ্যে নিহিত আছে এক অদ্ভুত প্রশান্তি। শব্দটি উচ্চারণের সময়ই হৃদয়ের গহীনে বয়ে যায় মায়া, মমতা আর ভালোবাসার নহর। মা মানেই অনাবিল শান্তি, মা মানেই ভালোবাসার শ্রেষ্ঠ স্থান। আবার মা মানেই কড়া শাসন।

আসলে মমতা আর শাসনের সমন্বয়কারী হলেন মা, যেখানে শাসনের তুলনায় মায়ার পরিশাণই বেশি। একজন মা নানা প্রতিভার অধিকারী হন। মা একাধারে গৃহিনী, সেরা রাধুনী, সেরা শিক্ষক, সেরা চিকিৎসক, মা সবই।

পরিবারের সকল কাজে মায়ের অবাধ তদারকি থাকে, মায়ের হাতের রান্নার স্বাদ যেন পৃথিবীর কোনো রান্নাতেই পাওয়া যায় না। মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।

মা-ই সন্তানের জীবনের প্রথম শিক্ষক, যাঁর শিক্ষা পৃথিবীর অন্য কোনো শিক্ষকই আর দিতে পারেন না। মা শিক্ষিত বা অশিক্ষিত যেমনই হোক না কেন, মায়ের দেওয়া শিক্ষা পৃথিবীর বুকে সবচেয়ে মহামূল্যবান শিক্ষা।

সে জন্যই নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। মা হল সেরা চিকিৎসক, সন্তানের একটু অসুখ হলেই মায়ের চোখে ঘুম আসে না।

জ্বর আসলে মাথায় জল দিয়ে দেন, জলপট্টি দিয়ে দেন কপালে, সারা রাত জেগে থাকেন। সুস্থ না হওয়া পর্যন্ত মায়ের মন আর অন্য কিছু ভাবে না।

হুমায়ুন আহমেদ এর ভাষায়, মা হলেন পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসুদে অকৃত্রিম ভালোবাসা।

মা হলেন পৃথিবীর একমাত্র ব্যক্তি, যাঁকে কষ্ট দেওয়া শুরু হয়ে সেই গর্ভ থেকেই। শাড়ির আঁচলে মুখ লুকিয়ে সেইসব কষ্ট সহ্য করে যান সন্তানের ভালোর জন্য।

পৃথিবীর বুকে ভূমিষ্ট হওয়ার সময়ের যন্ত্রণা ভুলে যান সন্তানের মুখের দিকে তাকিয়ে। মায়ের কাছে সেই সন্তান কখনো অপরাধী নয়, সন্তান যতই দুষ্টু হোক তবুও মায়ের কাছে দুষ্টুটাই সবচেয়ে ভালো হয়।

সন্তানের দুঃখ সবার আগে যিনি টের পান তিনি হলেন মা। তাইতো মা শব্দটি শুধু ছোট্ট একটি শব্দ নয়, মা এর পরিসর অনেক। মা এর পরেই নিজ গ্রাম মায়ের সমান, নিজ শহর মায়ের সমান, নিজ দেশ মায়ের সমান, বৃহৎ অর্থে সারা বিশ্ব মায়ের সমান।

পৃথিবীর সব ঘরের দরজা বন্ধ হয়ে গেলেও সন্তানের জন্য মায়ের ঘরের দরজা সবসময় খোলা থাকে। তাই প্রতিটি সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হল মা।

মায়ের কোলে মৃত্যুবরণের মাঝেও রয়েছে অনাবিল শান্তি। মা মানেই শান্তি, নিরাপত্তা, জান্নাতের ঠিকানা।

সেই জান্নাতকে অর্জন করতে সন্তানের প্রতি মায়ের যেমন দরদ, ভালোবাসা সবসময় থাকে, সন্তানদের উচিত বাবা-মায়ের প্রতি সেইরূপ কর্তব্য পালন করা।

আল-কুরআনে বর্ণিত আছে, যে গর্ভ তোমাকে ধারণ করেছে, সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর, শ্রদ্ধা নিবেদন কর।

নিজের গায়ের চামড়া দিয়ে মায়ের পায়ের জুতা বানিয়ে দিলেও মায়ের ঋণ কখনো শোধ করা হবে না। সেই মায়ের শেষ জীবন যেন না কাটে কোনো বৃদ্ধাশ্রমে।

মা দিবসে আমার একটিই চাওয়া, পরিবারের সকল সদস্যদের সাথে আজীবন আনন্দপূর্ণ সময় কাটুক প্রতিটি মায়ের।

Share Now

এই বিভাগের আরও খবর