“নিভে গেল রিক্সা চালক জাহেদ আলীর জীবন প্রদীপ”

আপডেট: May 14, 2023 |
print news

চট্টগ্রাম প্রতিনিধি: জীবিকার তাগিদে আজ সকাল বেলা ঘর হতে বেরিয়েছিলেন তিনি, রাস্তায় হঠাৎ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে তার গায়ে, মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গেল তার জীবন প্রদীপ।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন, অক্সিজেন মোড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে চলন্ত রিকশার ওপর পড়ে দগ্ধ চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার শিকার জাহেদ আলী (৩৮) ওই রিকশারচালক লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নের মাহাতাব আলীর ছেলে।

তিনি বর্তমানে অক্সিজেনের ট্যানারি বটতল এলাকায় বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

তিনি বলেন, সকালে অক্সিজেন মোড়ে গাউছিয়া তোরণের পাশে বৈদ্যুতিক তার ছিঁড়ে একটি চলন্ত রিকশার ওপর পড়ে। সাথে সাথে ওই রিক্সায় আগুন লেগে যায়।

এতে চালক জাহেদ আলী অগ্নিদগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Share Now

এই বিভাগের আরও খবর