গুরুদাসপুরে মোবাইল কোট অভিযান

আপডেট: May 16, 2023 |

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করা হয় দিনব্যাপী এ অভিযানে বিপুল পরিমাণে জাটকা মাছ ও কারেন্ট জাল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন গুরুদাসপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা রতন চন্দ্র সাহা।

এসব অভিযানে সহযোগিতা করেন গুরদাসপুর থানা পুলিশের চৌকস একটি দল।

অভিযান শেষে উদ্ধারকৃত জাটকা মাছ গুলো স্থানীয় এতিমখানা গুলোতে বিতরণ করা হয়। গুরুদাসপুর উপজেলা চত্বরে মাছগুলো বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন।

মৎস কর্মকর্তা রতন চন্দ্র সাহা জানান মৎস্য অধিদপ্তর আইনে জাটকা মাছ ধরা এবং বাজারজাত করা সম্পূর্ণ বেআইনি তাই ধারাবাহিক অভিযানের এর নিমিত্তে আজ দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয় এবং জনস্বার্থে ভবিষ্যতে এমন অভিযান চলমান থাকবে।

তিনি আরো জানান নদীর দুইপাশে অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। যাতে নদীর মাছ নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে।

উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন অভিযান পরিচালনাকারীদের ধন্যবাদ জানিয়ে আগামীতে এমন গহিত কাজ থেকে সকল জনসাধার গণকে বিরত থাকার আহ্বান জানান

Share Now

এই বিভাগের আরও খবর