কাল সকালে শেষ হচ্ছে প্রচারণা
আপডেট: December 27, 2018
|
আসছে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এ উপলক্ষে সব ধরনের প্রচার ও সভা-সমাবেশেরও সময় ঘনিয়ে এসেছে।আগামীকাল শুক্রবার সকাল ৮টার পর থেকে কোনো প্রার্থী কিংবা রাজনৈতিক দল প্রচার কার্যক্রম চালাতে পারবেন না।
নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগ থেকে সব ধরনের প্রচার বন্ধ থাকার বিধান রয়েছে। ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে টানা ভোটগ্রহণ চলবে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে গেছে।
দিনব্যাপী ভোটগ্রহণের পরই ফল প্রকাশ করা হবে।