বগুড়ায় চুরি যাওয়া মোটরসাইকেল পাঁচবিবি থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট: May 17, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি হতে চুরি হওয়া মোটরসাইকেল জয়পুরহাট জেলার পাঁচবিবি থেকে উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছ পুলিশ।

আজ বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলো- বগুড়া জেলার কাহালু উপজেলাধীন দূর্গাপুর গ্রামের মকসেদ আলীর ছেলে মোঃ খোকন মিয়া (২৯) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ আসলাম বাবু(৪০)।

আদমদিঘী থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী জানান, গত ১৪ মে (রোববার) দুপুরে আদমদীঘি উপজেলার কুন্দারহাট ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে একটি মোটরসাইকেল রেখে ওই অফিসের ভিতরে কাজ করতে যান আবুল কালাম আজাদ।

এরপর কাজ শেষে বাহিরে এসে দেখতে পান সেখানে মোটারসাইকেলটি নেই।কে বা কাহারা চুরির উদ্দেশ্যে নিয়ে যান।

পরে ওইদিন রাতে নিকটবর্তী থানায় আবুল কালাম আজাদের শ্বশুর আব্দুল গফুর,বাদী হয়ে অজ্ঞাত নামে একটি মামলা দায়ের করেন।

পরে এ ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তের এক পর্যায়ে মঙ্গলবার(১৬ মে) দিবাগত রাতে বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর গ্রাম থেকে চোর চক্রের সদস্য খোকনকে গ্রেফতার করা হয়।

এরপর খোকনের দেওয়া তথ্য অনুসারে জয়পুরহাট জেলার পাঁচবিবি কয়া গ্রাম থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের আরেক সদস্য আসলাম বাবুকে গ্রেফতার করা হয়।

আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান,দায়েরকৃত মামলায় খোকন ও বাবুকে আজ দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর