বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনকে নিসচা’র স্মারকলিপি প্রদান

আপডেট: May 18, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে ৯টি দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকাল ৪টার দিকে জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়।

শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা উক্ত স্মারকলিপি গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, কার্যনির্বাহী সদস্য আসাদুল্লাহ, মিজানুর রহমান, মুনছুর রহমান আকাশ, গোলাম মোস্তফা প্রমূখ।

স্মারকলিপিতে উল্লেখিত দাবী সমূহ হলো- নিরাপদ সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিধিমালা বাস্তবায়ন,
জাতিসংঘ ঘোষিত সড়ক দুর্ঘটনার অন্যতম ৫টি স্তম্ভকে আইনে পরিণত করা (গতি, হেলমেট, সিটবেল্ট, ড্রিং ড্রাইভিং ও শিশু আসন), শিবগঞ্জ উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান হাইওয়ে ও আঞ্চলিক হাইওয়ে সড়কের পাশে অবস্থানের কারণে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং নির্মাণ, বগুড়া- রংপুর মহাসড়কের মোকমতলা নামক স্থানে শিক্ষার্থী ও জনগণের রাস্তা পারাপার নিরাপদ করতে ওভারব্রিজ/আন্ডারপাস নির্মাণ, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন সিএনজি অটো রিক্সা থ্রি-হুইলার চলাচল বন্ধ করা, রাস্তা পারাপারে সচেতনতা সৃষ্টির জন্য শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে সচেতনতামূলক বিলবোর্ড
স্থাপন করা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চালকদের নিয়ে জনসচেতনতামূলক কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা ও রাস্তায় অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা করা।

Share Now

এই বিভাগের আরও খবর