অবশেষে সমাবেশ করার অনুমতি পেলেন মেয়র আরিফ

আপডেট: May 19, 2023 |

মিজান মোহাম্মদ, সিলেট প্রতিনিধি : অনেক কাটখড় পুড়িয়ে অবশেষে সমাবেশের অনুমতি পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফ।

আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে প্রার্থী হবেন কী না এ ব্যাপারে শনিবার (২০ মে) সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করে ঘোষণা দেবেন মেয়র আরিফুল হক চৌধুরী, এমনটি আগেই জানিয়েছিলেন তিনি।

সমাবেশের জন্য অনুমতি চেয়ে তিন দিন আগে সিলেট মহানগর পুলিশের কাছে আবেদনও জানিয়েছিলেন তিনি।

তবে বৃহস্পতিবার (১৯ মে) বিকালে সমাবেশ স্থলের প্রস্তুতি দেখতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন তিনি।

এ সময় পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ান মেয়র। রেজিস্ট্রারি মাঠে প্রবেশ করতে না পেরে গেটের সামনে বসে পড়েন তিনি।

প্রায় একঘন্টা রেজিস্ট্রারি মাঠে গেটে বসে থাকার পর শনিবার (২০ মে) রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার অনুমতি পেয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। অনুমতি পেয়েই মাঠের ভিতরে প্রবেশ করেন তিনি।

অনুমতি দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সুদীপ দাস।

সুদীপ দাস জানান, সার্বিক বিবেচনায় শনিবারের সমাবেশ করতে অনুমতি প্রদান করা হয়েছে। ওইদিন বিকাল তিনটায় রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করতে তার কোন বাধা নেই।

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

তবে বিএনপি নেতা আরিফুল হক নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে শুরু থেকেই গুঞ্জন রয়েছে।

বিভিন্ন সময়ে আরিফুল হকের বিভিন্ন বক্তব্য ও কর্মকান্ডে এই গুঞ্জন ও নগরবাসীর কৌতুহল আরো বাড়িয়েছে।

তাই শনবিার সমাবেশ ডেকে নিগরবাসীর কাছে সিদ্ধান্ত জানাবেন আরিফ।

Share Now

এই বিভাগের আরও খবর