দোয়া করেন আমি যেন ২৫ তারিখ পর্যন্ত সুস্থ থাকি: জাহাঙ্গীরের মা

আপডেট: May 21, 2023 |
Boishakhinews24.net 159
print news

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন বলেছেন, আমার ভোট যদি আমি ঠিকমতো না পাই। আমি তো এখনি বুঝতাছি ভোট ঠিকমতো পাব না। আপনারা দোয়া করেন আমি যেন ২৫ তারিখ পর্যন্ত সুস্থ থাকি। আমি ২৫ তারিখ পর্যন্ত ভোটের আশায় থাকবো। আমি মাঠ ছাড়বো না। আজমত উল্লা তো পুরান লিডার আমি তো নতুন। উনি একদল করে আমি অন্যভাবে আমার প্রতি এতো অত্যাচার কেন।

শনিবার (২০ মে) রাত ১১ টায় গাজীপুরের ছয়দানা এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে এসব বলেন তিনি।

৫৭ টি ওয়ার্ডে গেলে সবাই ভোট দিতে চায় কিন্তু টঙ্গীতে গেলেই হামলা করে। যে কয়দিন গেছি হামলা হয়েছে। দুইদিক দিয়ে হামলা করে, পিডাপিডি করে, গাড়িতো দেখছেন কিভাবে ভাংচুর করছে। সাংবাদিকদেরও গাড়ি ভাংছে। আমাদের সাথে যারা ছিল তাদের উপর হামলা করেছে, রক্তাক্ত করেছে। যতো রকম বস্তির পোলাপান লাগাইছে। আমাদের লোক তো আজমত উল্লাকে হামলা করে না। আমি একজন মেয়ে মানুষ আজমত উল্লা আমাকে কেন এতো ভয় পাচ্ছে। আমি একজন মেয়ে মানুষ, সরকার তো মেয়ে মানুষকে সম্মান করে।

ওই সংবাদ সম্মেলনে তার সন্তান গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সাথে ছিলেন। তিনি বলেন, এই হামলার তিব্র নিন্দা জানাই। আমি ঘড়ি মার্কা জায়দো খাতুনের প্রধান সমন্বয়ক। নির্বাচনের আর ৩ দিন বাকি রয়েছে। এই মুহুর্তে দুদক আমাকে তলব করেছে এটি মাধ্যমে কি প্রামাণ হয়। আমি দুদকের কাছে সময় চেয়েছি।

Share Now

এই বিভাগের আরও খবর