সারাদেশে থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট বন্ধ

আপডেট: December 28, 2018 |

সারা দেশে মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা  বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার পর দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এ নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ নির্দেশনার পর থেকে গ্রাহকরা মোবাইল ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েন।

ইন্টারনেট কতদিন বন্ধ থাকবে তা জানা যায়নি। তবে ধীর গতির ইন্টারনেট টুজি সেবা চালু আছে। যার ফলে এখন আর কেউ ভিডিও এবং ছবি পাঠাতে পারবে না। মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলেও ব্রডব্যান্ড ইন্টারনেট এখনও স্বাভাবিক রয়েছে। সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক সংখ্যা প্রায় ৬০ লাখ।

Share Now

এই বিভাগের আরও খবর