গুরুদাসপুরে ব্রীজ নির্মান কাজের উদ্বোধন করলেন সাবেক এমপি আব্দুল কুদ্দুস

আপডেট: May 21, 2023 |

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে দু’টি ব্রীজ নির্মান কাজের উদ্বোধন।

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের পিপলায় ৯৯.০৬ মিটার দীর্ঘ এবং বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী(হরদমা)নদীতে ৭৫.০৬ মিটার দুটি ব্রীজ নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২১মে) নির্মান কাজের উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)অফিসসুত্রে জানাগেছে,স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে ১৭কোটি ৪৩লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

এটি নির্মান হলে দুই ইউনিয়নের অন্তত ১০ গ্রামের মানুষের পারাপারের ভোগান্তির অবসান হবে।

ব্রীজ নির্মান কাজের উদ্বোধন শেষে পিপলা মাদ্রাসা গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আ.লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।

তিনি বলেন, বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ বার বার জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে দেশের উন্নয়নে কাজ করে চলেছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি আওয়ামী লীগের আছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ মিলন মিয়া, বিয়াঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া,জেলা আওয়ামী লীগের সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি,জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন,খুবজিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম দোলন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়র রহমান, উপজেলা আ. লীগের সহ সভাপতি প্রভাষক মোজাম্মেল হক,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিল্টন উদ্দিনসহ প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর