ইন্দুরকানীতে ৮ কেজি গাঁজা সহ প্রাইভেটকার জব্দ, আটক- ২

আপডেট: May 26, 2023 |
inbound1461824235270729150
print news

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ইন্দুরকানীতে ৮ কেজি গাঁজা ও প্রাইভেট কার সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে উপজেলার টগড়া মোড় থেকে তাদেরকে আটক করা হয়। কুমিল্লা থেকে গাঁজার ৪টি প্যাকেট নিয়ে ইন্দুরকানীর বালিপাড়ায় যাচ্ছিল গাড়িটি। তবে এ সময় গাড়িতে থাকা আসগর আলী নামের এক ব্যক্তি পালিয়ে যায়।

আটককৃত গাড়ির চালক বগুড়া জেলার গাবতলী উপজেলার দরগাতলী গ্রামের তাপসের এর ছেলে হানিফ এবং গাঁজার বাহক মহসিন ঝালকাঠি সদর উপজেলার বাড়ৈয়ারা গ্রামের আব্দুর রশিদ এর ছেলে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান, তার নেতৃত্বে নিয়মিত টহলের সময় পিরোজপুর প্রান্ত থেকে আসা একটি প্রাইভেটকারে রাত আড়াইটার দিকে তল্লাশি চালিয়ে এর মধ্য থেকে ৪টি প্যাকেটে মোড়ানো ৮কেজি গাঁজা সহ গাড়ির চালক হানিফ এবং গাঁজার বাহক মহসিনকে আটক করেন তারা।

আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান ওসি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর