হিরো আলমের পোস্টার ছিঁড়ে ফেলা ও হুমকির অভিযোগ

আপডেট: December 29, 2018 |

নির্বাচনী অফিস ভাঙচুর ও সমস্ত পোস্টার ছিঁড়ের ফেলার অভিযোগ করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী মডেল-অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার অর্থাৎ নির্বাচনের একদিন আগে গণমাধ্যম কর্মীদের নিকট এ অভিযোগ করেন আলোচিত এই প্রার্থী।

অভিযোগ করে হিরো আলম জানান, জেলার নন্দীগ্রামের ৩ নং ভাদুরিয়া ইউনিয়নে আমার নির্বাচনী অফিস ভাঙচুর এবং পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়াও ৫ টি ইউনিয়নের সমস্ত ভোটকেন্দ্রের সামনের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

কর্মী ও পোলিং এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে এরকম অভিযোগ করে তিনি বলেন, আমার সমস্ত পোলিং এজেন্টদের হুমকি দেয়া হয়েছে তারা যেন কেন্দ্রে না যায়। আমার কর্মী নজরুল, রাসেল, মোস্তফাসহ আরো অনেককেই ক্রমাগত ফোনে হুমকি দেয়া হচ্ছে। আমাকে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনো শক্তি আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না। যত আঘাত আসুক আমি মাঠে আছি, থাকব।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন হিরো আলম।

Share Now

এই বিভাগের আরও খবর