বগুড়ায় সিএনজির ধাক্কায় প্রান গেল এক স্কুলছাত্রীর

আপডেট: May 27, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় সিএনজির ধাক্কায় মোছাঃ ফারহানা আকতার(৮) নামের ২য় শ্রেণীর এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুরে বগুড়ার সারিয়াকান্দি সড়কের আমতলী নামক স্হানে সিএনজির ধাক্কায় স্কুলছাত্রী ফারহানার মৃত হয়।

নিহত স্কুকছাত্র ফারহানা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের নিজবটিকিয়া গ্রামের আবুল কাশেম ফকিরের মেয়ে ও নিজবটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী।

ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান,স্কুলছাত্রী ফারহানা সারিয়াকান্দি বাজার থেকে অটোভ্যানযেগে তার খালার বাড়ি আমতলীতে যাচ্ছিল।

সে খালার বাড়ির কাছে পৌঁছিলে অটোভ্যান থেকে নেমে চালককে ভাড়া দেওয়ার জন্য টাকা বের করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি তাকে সজোরে ধাক্কা দেয় দ্রুত গতিতে পালিয়ে যায়।

পরে স্হানীয়রা মুমূর্ষু অবস্থায় ফারহানাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ঘাতক সিএনজির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর