মিয়ানমারে ফিরতে ইচ্ছুক ২৩ রোহিঙ্গার খাদ্য সহায়তা বন্ধ করল জাতিসংঘ

আপডেট: June 6, 2023 |
inbound3013898561351566831
print news

মিয়ানমারে স্বেচ্ছায় ফিরতে রাজি হওয়া চার পরিবারের ২৩ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে জাতিসংঘের শরাণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চলমান প্রত্যাবাসন আলোচনায় পরিবারগুলো নিজ মার্তৃভূমিতে ফিরে যেতে রাজি হয়।

কিন্তু সোমবার সকাল থেকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটি তাদের আর সহায়তা করছে না বলে জানা গেছে।

এ ব্যাপারে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেছেন, ‘পাইলট প্রকল্পের আওতায় প্রত্যাবাসনে রাজি হওয়া চার পরিবারের ২৩ সদস্যকে সোমবার সকাল থেকে খাদ্য দেয়া বন্ধ করা হয়েছে। কিন্তু কী কারণে বন্ধ করা হয়েছে সে সম্পর্কে ইউএনএইচসিআর কিছু জানায়নি।’

জাতিসংঘের এ সংস্থাটি এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে আন্তর্জাতিক সংস্থাটির কক্সবাজার অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার (৬ জুন) এ ব্যাপারে সংবাদমাধ্যমে তথ্য দেয়া হবে।

দায়িত্বশীল সংস্থার তথ্য বলছে, প্রত্যাবাসনে স্বেচ্ছায় সম্মতি দেয়া চার রোহিঙ্গা বর্তমানে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে অবস্থান করছে। তাদের মধ্যে আমির হোসেনের পরিবারের ৫ জন, মোহম্মদ হাসানের পরিবারের ৭ জন, হোসান জোহারের পরিবারের ৫ জন ও মোহম্মদ হাসানের পরিবারের ৬ সদস্য রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর