বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রচারনায় তিলোত্তমা সিকদার


আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার প্রচারণায় বরিশাল চষে বেড়াচ্ছেন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য তিলোত্তমা সিকদার।
তিনি আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থীর আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্থানে জনসংযোগও করছেন।
ছাত্রলীগের সাবেক এই সহ-সভাপতি বলেন, ‘আওয়ামী লীগের মনোনিত প্রার্থী খোকনকে দিয়েই সম্ভব মডেল বরিশাল তৈরি করার। খোকন একজন জনদক্ষ সংগঠক। তাঁর রক্তে রয়েছে রাজনীতি। আমি বরিশালের সম্মানিত ভোটারদের প্রতি অনুরোধ করব, আপনারা আপনার ভোটটি নৌকা মার্কায় নিশ্চিত করুন।
আধুনিক বরিশালের জন্য খোকন সেরনিয়াবাত বিকল্প নেই। তাই আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারার সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে (খোকন সেরনিয়াবাত) কে জয় যুক্ত করবেন।