নন্দীগ্রামে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আপডেট: June 10, 2023 |
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে সিএনজি চালিত অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহাবুল ইসলাম(২৪) নামের ওই সিএনজি চালক ঘটনা স্হলেই নিহত হয়েছে।

শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে বগুড়া- নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার নিকট এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে সিএনজি চালক শাহবুল ইসলাম নিহত হন।

নিহত সিএনজি চালক শাহবুল ইসলাম রাজশাহী জেলার বাঘা উপজেলাধীন হরিরামপুর গ্রামের মোঃ মানিক মন্ডলের ছেলে।

কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি মাছ বোঝাই সিএনজি চালিত অটোরিক্সা বগুড়া শহরের দিকে যাচ্ছিল।

মাছ বোঝাই সিএনজিটি থানার সামনে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানপর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই সিএনজি চালক শাহবুল ইসলাম মার যান।

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)
আব্বাস আলীর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, দুর্ঘটনায় সিএনজি চালক শাহবুল ঘটনা স্হলেই নিতহ হয়েছেন।

ঘাতক পিকআপ ও সিএনজিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর