স্বরুপকাঠীতে গাঁজা ও ইয়াবাসহ আটক শ্যালক, পলাতক দুলাভাই

আপডেট: June 10, 2023 |
gaja
print news

শফিক শাহিন, বরিশাল প্রতিনিধি: বরিশাল বিভাগের অন্যতম জেলা পিরোজপুরের  নেছারাবাদ(স্বরুপকাঠী) থানা পুলিশের অভিযানে সালামুন নামে এক ব্যক্তিকে মাদক সহ আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী দুলা ভাই পালিয়ে যায় ।

বৃহস্পতিবার স্বরূপকাঠীর পৌসভার ৫নং ওয়ার্ডের আকলম গ্রামে ভগ্নিপতি মো. মারুফ তালুকদারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সালামুন(৩০) স্বরূপকাঠী পৌরসভার ৭ নং ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের মো. ফজলুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন দুপুরে নেছারাবাদ থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মদের দিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এস আই) মো. আব্দুর রহিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে স্বরুপকাঠীর আকলম নামক এলাকায় মারুফের বাসায় অভিযান চালায়।

এ সময়  পুলিশের উপস্থিতি টের পেয়ে মারুফ পালিয়ে গেলেও মারুফের শ্যালক সালামুনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাসী করে ০৬ পিস ইয়াবা উদ্ধার করে পরে সালামুনের দেয়া তথ্য অনুযায়ী তার ভগ্নিপতি মাদক ব্যবসায়ী মারুফের বাসার খাটের নিচ থেকে আরও ২কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নেছারাবাদ(স্বরুপকাঠী) থানার ওসি মো. জাফর আহম্মেদ বলেন, জঙ্গি ও মাদক-রাষ্ট্রের এ দুটি বড় সমস্যা তাই আমরা জঙ্গি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি তারই ধারাবাহিকতায় বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা চলমান রয়েছে।
আসামী সালমুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং অপর আসামী মারুফকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে। ৯ জুন শুক্রবার সকালে সালামুনকে পিরোজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর