সদরপুরে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১

আপডেট: June 12, 2023 |
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ওয়াজ হাওলাদারের ডাঙ্গী গ্রামের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মান্নান বেপারী (৬০) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা যায়।

স্থানীয় লোকজন ও মামলার বিবরণে জানা যায়, মান্নান বেপারী তার রের্কডীয় জমিতে গাছের চারা রোপন করতে গেলে বতু বেপারীর সাথে কথাকাটাকাটি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে গত ২২ মে সন্ধ্যা অনুমান ৭ টার সময় আশরাফ বেপারীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌছালে পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা বতু বেপারী গং মান্নান বেপারীকে দেশীয় অস্ত্র দিয়ে মাথার পিছনে আঘাত করে।

তাকে আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মান্নান বেপারীর অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করে।

মান্নান বেপারী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা যায়।

গতকাল বিকালে মান্নান বেপারীর লাশ বাড়ীতে আনা হলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে যায়।

এ ব্যাপারে সদরপুর থানার ওসি সুব্রত গোলদারের সাথে হলে তিনি জানায়, নিহত মান্নান বেপারীর সাথে বতু বেপারী গংদের সাথে জমিজমা সংক্রান্ত মারপিট ও হামলার ঘটনায় সদরপুর থানার নিহতের ভাই রজ্জব বেপারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

যেহেতু পূর্বের মামলায় মান্নান বেপারী মারা যাওয়ায় উক্ত মামলাটি হত্যা মামলায় রুপান্তর করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর