নগরকান্দা পৌর মেয়রের অপসরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ০৩ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ বাবুলের নেতৃত্বে আজ সোমবার বেলা ১১:১৫ মিনিটে পৌর মেয়র নিমাই চন্দ্র সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা সহ দুর্ব্যবহারের বিরুদ্ধে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পৌরসভার সংরক্ষিত ০৩ জন মহিলা কাউন্সিলর সহ মোট ১০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এতে কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর বাবুল মাতবর, নাসির মাহমুদ ও স্থানীয় এলাকাবাসী।
বক্তারা মেয়রের বিরুদ্ধে পৌর রাজস্ব আয়ের টাকা আত্মসাৎ, টিসিবি পন্য আত্মসাৎ ও কাউন্সিলরদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ আনেন। এবং তার অপসারণের দাবি জানান।
এর আগে গত ৩০ এপ্রিল ১০জন কাউন্সিলর বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি প্রতিবাদে অনাস্থা প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রদান করে।
এদিকে সোমবার দুপুরে নগরকান্দা পৌর মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়াসিন কবিরের নেতৃত্বে তদন্তে করেন। এ সময় মেয়র এর উপস্থিতিতে কাউন্সিলরদের সাক্ষ্য গ্রহণ করেন তিনি।