রেফ্রিজারেটর ক্রয়ে ২৪ মাস পর্যন্ত পেফ্লেক্স সুবিধা দিচ্ছে ব্র্যাক ব্যাংক

আপডেট: June 13, 2023 |
1
print news

ব্র্যাক ব্যাংক-এর ক্রেডিট কার্ডের গ্রাহকরা ঈদুল আজহা উপলক্ষে রেফ্রিজারেটর ক্রয়ে ফ্লেক্সিবল ইএমআই (EMI) সুবিধা পাবেন।

ব্যাংকের শীর্ষ মার্চেন্ট পার্টনারদের কাছ থেকে রেফ্রিজারেটর কিনলে গ্রাহকরা ২৪ মাস পর্যন্ত ০% ইন্টারেস্টে ইএমআই (EMI) সুবিধা উপভোগ করতে পারবে। সিঙ্গার বাংলাদেশ ব্র্যান্ডের রেফ্রিজারেটরের ওপর ০% সুদহারে ২৪ মাস পর্যন্ত ইএমআই (EMI) সুবিধা উপভোগের পাশাপাশি গ্রাহকরা বেস্ট ইলেকট্রনিক্স, ইলেকট্রা ইন্টারন্যাশনাল, স্কয়ার ইলেকট্রনিক্স, র‌্যাংগস ইলেকট্রনিক্স, ভিশন এম্পোরিয়াম, ইলেকট্রো মার্ট, পিকাবু, ফেয়ার ইলেকট্রনিক্স, এমকে ইলেকট্রনিক্স, র‌্যাংগস ইন্ডাস্ট্রি, ট্রান্সকম ডিজিটাল এবং ওয়ালটন প্লাজার রেফ্রিজারেটর কেনাকাটায় ১২ মাস পর্যন্ত এই সুবিধা উপভোগ করতে পারবে। দারাজ এবং হাউজ অব বাটারফ্লাই এর পণ্যের ওপর গ্রাহকরা এই সুবিধা ৬ মাস পর্যন্ত উপভোগ করতে পারবে।
কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকদের আনন্দময় অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক একটি স্বয়ংক্রিয় পেফ্লেক্স সিস্টেম চালু করেছে, যা গ্রাহকদের সময় ও শক্তি সাশ্রয়ে ভূমিকা রাখছে।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম বলেন, “ব্র্যাক ব্যাংক সবসময় বিশেষ উপলক্ষে সেরা অফার নিয়ে আসে। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে আমাদের অফারগুলো পাওয়া যাবে, যেখানে গ্রাহকরা দুই বছর পর্যন্ত আকর্ষণীয় ০% ইএমআই (EMI) সুবিধা উপভোগ করতে পারবেন। আমাদের ‘এখনই কিনুন, পরে পরিশোধ করুন (Buy Now, Pay Later)’ সুবিধাটি আসন্ন ঈদ-উল-আজহায় গ্রাহকদের জন্য আনন্দ বয়ে আনবে বলে আশা করছি। এভাবে আমরা আমাদের গ্রাহকদের রিটেইল ব্যাংকিংয়ে আরও বেশি সুযোগ-সুবিধা প্রদানের জন্য নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার করতে থাকব।”

উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক লিমিটেড ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ২০টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস, ১,০০০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। তের লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২১ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

Share Now

এই বিভাগের আরও খবর