আরমানা গ্রুপের সাথে ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি

আপডেট: June 14, 2023 |
BRAC
print news

আরমানা গ্রুপের সাথে ব্র্যাক ব্যাংক একটি এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে।

আরমানা গ্রুপ ডেনিম-ওয়্যার উৎপাদনকারী শিল্পে অন্যতম পথিকৃৎ, যারা প্রধানত ডেনিম বটম-ওয়্যার উৎপাদন এবং সেগুলো বিভিন্ন ইউরোপীয়, উত্তর আমেরিকান এবং এশীয় দেশগুলোতে রপ্তানি করে থাকে।

এই চুক্তির আওতায় আরমানা গ্রুপের কর্মকর্তারা স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঋণ সুবিধা, ডিপিএস, ফিক্সড ডিপোজিট এবং ব্র্যাক ব্যাংক এমপ্লয়ি ব্যাংকিং-এর অনেক সুযোগ-সুবিধা পাওয়ার পাশাপাশি সুবিধাজনক এবং আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম এবং আরমানা গ্রুপের অ্যাডভাইজার অঙ্কুর গুপ্ত গত ৭ জুন ২০২৩ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

আরমানা গ্রুপ থেকে প্রতিষ্ঠানটির অ্যাডভাইজার প্রকাশ চৌধুরী; জেনারেল-ম্যানেজার ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস আহসান হাবীব, এফসিএমএ; জেনারেল ম্যানেজার-কমার্শিয়াল কামরুজ্জামান এবং কমার্শিয়াল ম্যানেজার সৈয়দ মাহাফুজুল হক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে ব্র্যাক ব্যাংক থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিএমডি অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান; কর্পোরেট ব্যাংকিং এর রিজিওনাল কর্পোরেট-ঢাকা এর এরিয়া হেড আবু সাদাত চৌধুরী; হেড অব রিটেইল লেন্ডিং মনিরুল ইসলাম রনি; হেড অফ রিটেইল আন্ডাররাইটিং আশিকুর রহমান এবং হেড অব এমপ্লয়ি ব্যাংকিং এ. কে. এম. শাহাদুল ইসলাম।

উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক লিমিটেড ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস, ১,০০০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। তের লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২১ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

Share Now

এই বিভাগের আরও খবর