পর্দা উঠল দেশের প্রথম এইট বল চ্যাম্পিয়ন শিপের

আপডেট: June 16, 2023 |
eight ball
print news

থার্ড আই সলিউশন দেশের শীর্ষ স্হানীয় একটি বিজ্ঞাপনী সংস্থা এর আয়োজনে দেশের প্রথম এইট বল চ্যাম্পিয়ন শিপের পর্দা উঠল।

আজ শুক্রবার রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এর উদ্বোধনী করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আরিফ আর হোসাইন, ইন্ডিগো-র স্বত্বাধিকারী, বদরুল হাসান,এবং করপোরেট এক্সিকিউটিভ ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শেখ আমিনুর রহমান চঞ্চল উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন একমি এর ব্যবস্থাপনা পরিচালক ফাহিম সিনহা, ইনডিপো এর স্বত্বাধিকারী বদরুল হাসান।

থার্ড আই সলিউশন লিমিটেড উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকসহ পুল খেলায় উৎসাহীরা।

উত্তেজনাপূর্ণ খেলার মধ্য দিয়ে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে তৈরি করে একটি চ্যাম্পিয়নশিপ একটি স্মারক হয়ে থাকবে বলে আশা ব্যক্ত করে উপস্থিত সকলে। কর্পোরেট বল চ্যাম্পিয়নশিপ এর লক্ষ্য হলো প্রতিযোগিতামূলক এবং রোমাঞ্চকর পরিবেশে ছোট বড় কর্পোরেট হাউজের কর্মরত ব্যক্তিদের পুল খেলায় দক্ষতা প্রদর্শনী ও সাথে তাদের নিজেদের মাঝে নেটওয়ার্কিং তৈরী করা।
এছাড়াও যোগাযোগের একটি প্ল্যাটফর্ম তৈরি করা দেশে প্রথমবার আয়োজিত হওয়া এই চ্যাম্পিয়নশিপ টিং ইভেন্টকে নতুনভাবে সংগ্রহীত করবে।

Share Now

এই বিভাগের আরও খবর