বগুড়ার শিবগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার বঙ্গবন্ধু স্কয়ারে শিবগঞ্জ উপজেলার সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
সাংবাদিক খালিদ হাসানের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহসভাপতি বাবু রতন কুমার রায়।
মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্য রাখেন দৈনিক ভোরের দর্পনের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রউফ রুবেল।
এতে বক্তব্য রাখেন দৈনিক জয়যুগান্তরের শিবগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম রবি, দৈনিক প্রতিদিনের সংবাদের শিবগঞ্জ প্রতিনিধি কনক দেব, দৈনিক নয়া দিগন্তের শিবগঞ্জ প্রতিনিধি খলিলুর রহমান, দৈনিক ভোরের ডাকের শিবগঞ্জ প্রতিনিধি রশিদুর রহমান রানা, দৈনিক আজকের জনবানীর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক কামরুজ্জামান, শাহজাহান আলী, গোলাম রব্বানী শিপন, গোলজার রহমান, আনিসার রহমান দুলাল, সাইদুর রহমান সাজু, সাইফুল ইসলাম, কামরুল হাসান, তাহেরা জামান লিপি, শিখর চন্দ্র টুটুল, উৎপল কুমার মোহন্ত, আব্দুর রহিম, আজিজুল হক বিপুল, আব্দুর রহমান, মিনহাজ, ওয়াসিম, সাবিত, ওসমান গণি, মিজানুর রহমান, জহুরুল ইসলাম সৈকত, জাহেদুল ইসলাম, শাকিল আহমেদ, মোহসিন, আতাউর রহমান, হারুনুর রশিদ, মোস্তাকিম রুবেল, রায়হান আলী, রাব্বী হাসান সুমন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দৈনিক মানবজমিনের বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।