নাটোরে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্থর স্থাপন

আপডেট: June 18, 2023 |
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাগবে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস ।

শনিবার বেলা ১১টার দিকে গুণপূর্র্ত বিভাগের বাস্তবায়নে প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে এ বিশ্রামাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি।

এসময় বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস বলেন, “বিচারপ্রার্থী জনগণ বিচার পেতে এসে যাতে স্ব-সম্মানে একটি বসার যায়গা পায় তার ব্যবস্থা থাকা দরকার।

সেই উপলদ্ধি থেকেই প্রধান বিচারপতি এই উদ্যোগ গ্রহণ করেছেন। রাষ্ট্র তথা সরকার এই উদ্যোগে সাড়া দিয়ে প্রতিটি জেলায় এই বিশ্রামাগার প্রতিষ্ঠা করছে।

রাষ্ট্র এই কাজগুলো করছে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ যেমন কাজ করে থাকেন তেমনি বার, অ্যাসোসিয়েশন এবং বারের বিজ্ঞ সদস্যরা এই বিচার কাজে সহায়তা করে থাকেন।”

বিচারপ্রার্থীরা আদালতে এসে যেন কোনো ধরনের সমস্যায় যাতে না পড়েন সেজন্য প্রধান বিচারপতির নির্দেশনায় সারাদেশে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার নির্মিত হচ্ছে।

এ বিশ্রামাগারে সুপেয় পানি ও নাশতা, নারীদের জন্য টয়লেট ও ব্রেস্টফিডিং রুমের ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীন, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ শামসুল আল-আমীন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোঃ রওশন আলম, সিভিল সার্জন মোহাম্মদ মশিউর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, জজ কোর্টের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু আহসান টগর, সাধারণ স¤পাদক অ্যাডভোকেট এম মালেক শেখ, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম সহ বিচার বিভাগ, আইজীবী, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস আদালত চত্বরে একটি গাছের চারা রোপন করেন।

Share Now

এই বিভাগের আরও খবর