গাজীপুরে হত্যার চেষ্টা ও বসতবাড়ী দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট: June 18, 2023 |
gazipur 2
print news

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের কাশিমপুর জিতার মোড় সরকার মার্কেট এলাকায় হত্যার চেষ্টা ও বসত বাড়ী জোরপূর্বক ভাবে দখলের চেষ্টা করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাড়ির মালিক সবুজ সরকার।

রবিবার ১৮ জুন বিকেলে মহানগরীর চরপুকুরপাড় এলাকায় একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলনে সবুজ সরকার তার লিখিত বক্তব্যে বলেন, আমার ছোট বোন লুনা সরকার ও তার স্বামী রিপন ভূইয়া,খালা লাভলী খানম ,খালু মাসুদ রানা, খালাত ভাই প্রত্যায়, রিপন ভূইয়ার ছেলে ভাগিনা রাইয়ানসহ অজ্ঞাত আরো ৪/৫ জন সংঘবদ্ধ হয়ে একটি চক্র আমার বাড়ীঘর চক্রান্ত করে জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরা পরধনলোভী, দাঙ্গাবাজ,অত্যাচারী সন্ত্রাসী আইন অমান্যকারী এবং সামাজে শান্তিশৃঙ্খলা ভঙ্গকারী প্রকৃতির লোক। তারা আত্মীয়তার সুবাদে দীর্ঘ ১২ বছর যাবত আমার বাড়িতে বসবাস করে আসছেন।
এই সরলতার সুযোগে আমার ছোট বোন লুনা সরকার, তার স্বামী রিপন ভূইয়া, খালা লাভলী খানম ,খালু মাসুদ রানা, খালাত ভাই প্রত্যায়, রিপন ভূইয়ার ছেলে ভাগিনা রাইয়ান ষড়যন্ত্রের যোগসাজস করে আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন। আমার স্ত্রী গর্ভবর্তী হওয়ার কিছুদিন পর থেকে আমার মাকে তারা বিভিন্ন ভাবে কুপরামর্শ দিয়ে আমার স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট করে ফেলার জন্য ষড়যন্ত্র করতে থাকেন। বিষয়টি আমি বুঝতে পারলে আমার স্ত্রীকে তাদের ষড়যন্ত্রের হাত থেকে সাবধান হওয়ার জন্য বললে চক্রান্তকারীরা বুঝতে পেরে আমার উপর আরো ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপবাধ এবং পাগল ও নেশাগ্রস্থ বলে স্থানীয় ভাবে অপপ্রচার চালায়। তিনি আরো বলেন, আমাকে আমার সম্পত্তি থেকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমাকে বেশ কয়েকবার অন্যায় ভাবে রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দেয়।

ঘটনার কয়েকদিন পূর্বে বিবাদীগণ যোগসাজস করে আমার অনুপস্থিতিতে গত ১৩ জুন সন্ধ্যা বেলা আমার স্ত্রীর সাথে ইচ্ছাকৃত ঝগড়া শুরু করে এবং এক পর্যায়ে আমার স্ত্রীর তলপেটে আঘাত করে। উক্ত আঘাতে গুরুত্বর ভাবে আহত হন আমার স্ত্রী। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আমার স্ত্রীকে আহত অবস্থায় গাজীপুর শহীদ আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে,চিকিৎসক আমার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। এই বিষয়ে সবুজ সরকার গাজীপুর আদালতে মামলা করেছেন বলেও জানান।

Share Now

এই বিভাগের আরও খবর