মন্ত্রিসভায় কাউকে বাদ দেয়া নয়, শুধু দায়িত্বের পরিবর্তন করা হয়েছে: ওবায়দুল কাদের

সময়: 6:02 pm - January 8, 2019 | | পঠিত হয়েছে: 3 বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রিসভা থেকে কাউকে বাদ দেয়া হয়নি , শুধুমাত্র দায়িত্বের পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার সকালে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবগঠিত মন্ত্রিসভায় সঠিক লোকই নির্বাচিত করেছেন। ঠিক মানুষকে ঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভার পরিবর্তন নিয়ে জোটের মধ্যে কোনো টানাপোড়ন নেই। জোট করার অর্থ এই নয় যে আমরা শর্ত দিয়েছি যে মন্ত্রী করতেই হবে। ১৪ দল আমাদের দুঃসময়ের শরীক। মন্ত্রীত্বের আলাদা আলাদা সত্তা আছে। আমি মনে করি না বাদের কোনো ব্যাপার আছে। এখানে বাদের কোনো ব্যাপার নেই কাজের রুপান্তর হয়েছে মাত্র।

Share Now

এই বিভাগের আরও খবর