সিংড়ায় বজ্রপাতে দুটি গরুর মৃত্যু

আপডেট: June 22, 2023 |
inbound3671663787498154138
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বজ্রপাতে দুটি গরুর মৃত্যু হয়েছে। এসময় স্বাধীন হোসেন (১২) নামের কিশোর আহত হলে তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত স্বাধীন হোসেন ডাহিয়া ইউনিয়নের একশিং গ্রামের কৃষক শাহীন আলীর ছেলে।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য ইউনুছুর রহমান জানান, বুধবার দুপুরের কালো মেঘের সাথে বজ্রপাত শুরু হয়।

এক পর্যায়ে একশিং গ্রামের কৃষক শাহীন আলীর বাড়ির গোয়াল ঘরের টিনের চালায় বজ্রপাত পড়ে একটি ষাড় ও গাভীর মৃত্যু হয়।

এসময় গরুর দড়ি খুলতে গিয়ে স্বাধীন হোসেন আহত হন। ষাড়টি আসন্ন কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছি। এলাকার অনেকেই দরদামও করেছিলেন। এতে তার প্রায় আড়াই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর