৩ কেন্দ্রে ভোট স্থগিত
আপডেট: January 9, 2019
|
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্থগিত ৩টি কেন্দ্রে আজ বুধবার পুনঃ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলো হলো আশুগঞ্জের সোহাগপুর, যাত্রাপুর ও বাহাদুরপুর। এই তিন কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪।
‘৩ কেন্দ্রে মৃত-প্রবাসী ভোটার ৫৬৩’ এই ৫৬৩ ভোট বাদ দিয়ে স্থগিত তিন কেন্দ্রের শতভাগ ভোট কাস্ট হলে এবং এ সব ভোট তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে পড়লেও তিনি ১৪৮ ভোটে বিজয়ী থাকেন।