গুরুদাসপুরে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা পতাকা উত্তোলন,কেক কাটা, পুস্পস্তবক অর্পন, বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেন।
গুরুদাসপুর উপজেলার পৌর সদরে চাঁচকৈড় বঙ্গবন্ধু পাঠাগারে ২৩ জুন শুক্রবার বিকেলে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় নেতা কর্মীদের অংশগ্রহনে এক আনন্দমুখর পরিবেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,পতাকা উত্তোলন,কেক কাটা, বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী গুরুদাসপুর পৌরসভার মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন নাটোর জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গুরুদাসপুর উপজেলার পৌর সদরে গুরুদাসপুর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২৩ জুন শুক্রবার বিকেলে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় নেতা কর্মীদের অংশগ্রহনে এক আনন্দমুখর পরিবেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,পতাকা উত্তোলন,কেক কাটা, বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আনিসুর রহমান , সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার, সাবেক কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ সভাপতি নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল শেখ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ, আওয়ামী লীগ নেতা আলমগীর শেখ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিলটন উদ্দীন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতীয় চার নেতাসহ বর্তমান সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির কামনা করে দোয়া করা হয়।