নাটোরে র্ধষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

আপডেট: July 4, 2023 |
07
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা থেকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৪ জুলাই) ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভট্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিলন হোসেন (৪০) নাটোর শহরের মল্লিকহাটি মহল্লার মুসা মিয়ার ছেলে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এক স্কুলছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো মিলন। বিভিন্ন সময়ে ভিকটিমকে কুপ্রস্তাবও দিতো সে। রাজি না হলে গত ৫ জুন মিলন তার দুইজন সহযোগীর সহায়তায় বাড়িতে কেউ না থাকার সুযোগে স্কুলছাত্রীর ঘরে প্রবেশ করে। এ সময় ওই স্কুল ছাত্রীকে মারধরসহ ভয়ভীতি দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ করে মিলন।

পরে ভিকটিমের স্বর্ণালংকারসহ নগদ টাকা নিয়ে চলে যায় সে। ঘটনার পরদিন ভুক্তভোগী সদর থানায় মিলনকে প্রধান আসামিসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও চুরির মামলা দায়ের করে। মামলা হওয়ার পর গ্রেফতার এড়াতে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করছিল মিলনসহ তার সহযোগীরা। তথ্য প্রযুক্তির সহায়তায় গতরাতে মিলনকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়। অপর আসামিদের ধরতে তৎপরতা চলছে বলে জানিয়েছে র‌্যাব।নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর