নাটোরে ট্রেনে কাঁটা পড়ে নারীর মৃত্যু

আপডেট: July 5, 2023 |
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (০৫ জুলাই) সকালে স্টেশন সংলগ্ন বাফার সার গোডাউনের কাছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী। ওই লাশের পরিচয় জানাতে পারেনি রেলওয়ে থানার পুলিশ ।

নাটোর রেলওয়ে স্টেশনের নিরাপত্তা বাহিনীর এ এস আই আবু তালেব বলেন, আজ বুধবার সকাল সাতটায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে পৌছার আগে স্টেশন রেলগেটের দক্ষিণে বাফার সার গোডাউনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী।

নাটোর ফায়ার সার্ভিসকে খবর দিলে কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বিষয়টি সান্তাহার রেলওয়ে থানায় অবহিত করা হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান এই কর্মকর্তা।

Share Now

এই বিভাগের আরও খবর