সিংড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

আপডেট: July 5, 2023 |
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত।

এসময় বিয়াশ বাজারের দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দিনব্যাপি ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান অভিযান পরিচালনা করে দন্ডাদেশ প্রদান করেন।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১২ টায় উপজেলার বিয়াস ও ডাহিয়া বাজারের তিনটি দোকানে অভিযান পরিচালনা করে ৮০ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা করা হয়।

এসময় বিয়াস বাজারের ব্যবসায়ী আব্দুস সবুর ও সাকিল ইসলামকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে দশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

এর আগে আত্রাই নদীর আনন্দনগর খাল ও ডাহিয়া বিলে অভিযান পরিচালনা করে আরো ২৬ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও জালে আটকা পড়া বিভিন্ন প্রজাতির মা মাছ ও পোনা মাছ অবমুক্ত করা হয়।

পরে কোর্ট মাঠে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

Share Now

এই বিভাগের আরও খবর