দেশে ফিরেছেন ২৯ হাজার হাজি

আপডেট: July 9, 2023 |
inbound2581966826832669246
print news

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা।

গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ফ্লাইটে রোববার (৯ জুলাই) পর্যন্ত ৭৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন ২৯ হাজার ৪ জন হাজি।

হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯১ জন হাজির মৃত্যুর খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ শনিবার মারা গেছেন ১ জন হাজি।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

তথ্যমতে, তিন এয়ারলাইন্সের মোট ৭৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৮টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩১টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ১৭টি।

অন্যদিকে, চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯০ জন হাজি মারা গেছেন। এদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২১ জন নারী।

এর মধ্যে মক্কায় মারা গেছেন ৭৪ জন, মদিনায় ৫, জেদ্দায় ১, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।

Share Now

এই বিভাগের আরও খবর