ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু


তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসন ফরিদপুর এর উদ্যোগে শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে দশ দিনব্যাপী এই মেলা আজ (১৩ জুলাই) থেকে শুরু হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার শামস সাদত মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র অমিতাভ বোস অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন সহকারি বন কর্মকর্তা মোস্তফা হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জিয়াউল হক, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ সাঈদ আনোয়ার।
এ সময় ফরিদপুরে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বক্তারা গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম।
তাই সবাইকে গাছ লাগাতে হবে এবং একটি গাছ একটি সম্পদ তাই গাছের পরিচর্যা করতে হবে।
এরপর মেলায় আগত ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
এ বছর মেলায় মোট ৩৩ টি স্টল অংশগ্রহণ করেন।
মেলায় এ স্টল গুলোতে প্রতি বছরের ন্যায় এ বছরও থাকছে নানা ধরনের ঔষুধি, ফলজ, বনজ, ফুল, শোভাবর্ধন, অরকিড, বনসাই ক্যাকটাসহ বিভিন্ন প্রজাতির গাছ।