যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট: July 17, 2023 |
inbound7098202773084533847
print news

আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ দুই কমিটির অনুমোদন দেন।

এর আগে ২০২২ সালের ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকিকে সভাপতি ও শবনম জাহান শিলাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরে ১৫ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আলেয়া সারোয়ার ডেইজি সভাপতি ও শারমিন সুলতানা লিলি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

গঠনতন্ত্র অনুযায়ী মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ ২৪টি। সহ-সভাপতি পদগুলোর মধ্যে প্রথম পাঁচজন হলেন, শিরিন নাইম পুনম, নাসিমা ফেরদৌস, ইয়াসমিন হোসেন, আসমা জেরিন ঝুমু ও আনোয়ারা শাহাজাহান।

যুগ্ম সাধারণ সম্পাদক আটজন৷ তারা হলেন, শিরীন রোকসান, মিনা মালেক, সুলতানা রাজিয়া পান্না, আনারকলি পুতুল, রোজিনা নাসরিন রোজী, নাসরিন সুলতানা, নীলিমা আক্তার লিলি, নারগিস রহমাম। আট সাংগঠনিক সম্পাদক হলেন ঝর্ণা বাড়ৈ, সোহাইলা আফসানা ইকো, আদিবা আঞ্জুম মিতা, রাজিয়া মোস্তফা, মরিয়ম বিন্তে খেয়া, লিলি বেগম (জাপানি), সামসুন্নাহার রত্না ও দিপীকা সমাদ্দার।

যুব মহিলা লীগের সহ-সভাপতির মধ্যে প্রথম পাঁচজন হলেন জেসমিন শামীমা নিঝুম, শারমিন জাহান মেরি, শামীমা চৌধুরী বিথী, খোদেজা নাছরীন, আশরাফুন্নেছা পারুল। আট যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, জেসমিন আক্তার নীপা, বিউটি কানিজ, রাবেয়া শহীদ, কামরুন্নাহার সুমি, তানিয়া সুলতানা হ্যাপি, তানিয়া হক শোভা, নিলুফার ইয়াসমিন শম্পা ও উছমিন আরা বেলী।

এই সংগঠনের আট সাংগঠনিক সম্পাদক হলেন, নিলুফার ইয়াসমিন নীলু, জাকিয়া জামান নীপা, ইসরাত জাহান অর্চি, মাসুমা আক্তার পলি, ফারহানা আক্তার সুমী, ইশাত কাশফিয়া ইলা, জান্নাতারা জান্নাত ও নিলুফার ইয়াসমিন ইতি।

Share Now

এই বিভাগের আরও খবর