১৬ মিনিটে তিন দফায় ভূমিকম্পে কাঁপল জয়পুর

আপডেট: July 21, 2023 |
inbound1578399490656336692
print news

ভারতের রাজস্থানের জয়পুরে আধা ঘণ্টার মধ্যে তিন দফায় আঘাত হেনেছে ভূমিকম্প। দেশটির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, শুক্রবার (২১ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল।

৩ দশমিক ১ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় ৪টা ২২ মিনিটে। ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল। ৪ দশমিক ৪ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে ভোর ৪টা ৯মিনিটে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি। খবর এনডিটিভি।

এক প্রতিক্রিয়ায় রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইট বার্তায় জানিয়েছেন, জয়পুরসহ রাজ্যের অন্যান্য জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন!

 

Share Now

এই বিভাগের আরও খবর