ইবির জিয়া হল প্রভোস্টের আকস্মিক হল পরিদর্শন

আপডেট: July 24, 2023 |
inbound7048501240953552022
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ বি এম জাকির হোসেন আকস্মিকভাবে হল পরিদর্শন করেছেন।

রবিবার (২৩ জুলাই) রাত ৮ টার দিকে তিনি শহীদ জিয়াউর রহমান হলের ডাইনিং পরিদর্শন করেন এবং এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে একই সাথে বসে খাবার খান। ৩৮ টাকার টোকেন সংগ্রহ করে মাছ, সবজি ও ডাল দিয়ে শিক্ষার্থীদের সাথে একই টেবিলে বসে খাবার খান তিনি।

এসময় খাবারের মান ও স্বাদ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সন্তোষ প্রকাশ করেন হল প্রভোস্ট।

হল প্রভোস্টের এমন আকস্মিক পরিদর্শনে সন্তুষ্ট হলের আবাসিক শিক্ষার্থীরা।

এসময় একাধিক শিক্ষার্থী বলেন, যদি প্রভোস্ট স্যার নিয়মিত এমন আকস্মিক পরিদর্শন অব্যাহত রাখেন তবে হলের খাবারের মান সহ যাবতীয় সমস্যা গুলো খুব দ্রুতই নিরসন হবে।

এসময় হল প্রভোস্ট অধ্যাপক ড. এ বি এম জাকির হোসেন বলেন, হলের শিক্ষার্থীদের সাথে খাবার খেয়েছি। খাবারের স্বাদ ও মান নিয়ে আমি সন্তুষ্ট তবে ইম্প্রুভেরও কিছু জায়গা রয়েছে। সেই জিনিসগুলো নিয়ে বসবো এবং খুব শীঘ্রই তা সমাধান করার চেষ্টা করবো।

Share Now

এই বিভাগের আরও খবর