সিরিয়ায় আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েল গত কয়েক বছর ধরে মাঝেমধ্যেই সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তারই জের ধরে সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সব ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছেন সিরীয় সেনারা।
সিরিয়ার একটি সামরিক সূত্র বলছে, আমাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলের একটি আগ্রাসন নস্যাৎ করে দিয়েছে।
সিরিয়ার সামরিক বাহিনী দামেস্ক বিমানবন্দরের কাছে ইসরায়েলের সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এ ঘটনার কিছুক্ষণ পরই ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে একটি রকেট ভূপাতিত করা হয়েছে। রকেটটি অধিকৃত গোলানের উত্তর অংশ লক্ষ্য করে ছোড়া হয় বলে ইসরায়েল দাবি করেছে। তবে কোথা থেকে রকেটটি ছোড়া হয়েছে তা সামরিক বিবৃতিতে পরিষ্কার করা হয়নি।
তবে ইসরায়েলের দাবি, সিরিয়ায় ইরানের রিপাবলিকান গার্ডের ইউনিট কুদসের উপর তারা এ হামলা করেছে।