লোকনাথ ব্রহ্মচারীর সিদ্ধিলাভের দুইশতবর্ষ উদ্যাপনের সূচনা উৎসব অনুষ্ঠিত

আপডেট: July 30, 2023 |
sadhon
print news

আজ দুপুর ১২টায় স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর সিদ্ধিলাভের দুইশতবর্ষ ও তাঁর আবির্ভাবের তিনশতবর্ষ উদ্যাপনের শুভ উদ্বোধন হয়।

মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে একদশক ব্যাপী এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে সংসদ সদস্য পংকজ নাথ এর সভাপতিত্বে এই অনুষ্ঠানের সূচনা হয় কস্তুরী মুখার্জির পরিচালনায় শিশুশিল্পীদের পরিবেশিত মনোমুগ্ধকর নৃত্য ও ভক্তিগীতি পরিবেশনার মাধ্যমে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ থেকে আগত লোকনাথ গবেষক ও সুসাহিত্যিক হরিপদ ভৌমিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৌমেন্দ্রনাথ সরকার, সাবেক সচিব ও বারদী লোকনাথ আশ্রমের আহ্বায়ক অশোক মাধব রায়, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, ঢাকা বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, সংসদ সদস্য পংকজ নাথ এমপি প্রমুখ।

খাদ্যমন্ত্রী তাঁর উদ্বোধনী ভাষণে সিদ্ধপুরুষ লোকনাথের আর্দশ জীবনে প্রতিফলন ঘটাতে উপস্থিত ভক্তবৃন্দের প্রতি আহ্বান জানান। প্রসঙ্গক্রমে তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।

বিচারপতি সৌমেন্দ্রনাথ সরকার লোকনাথের মানবতাবাদী দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা করেন এবং তাঁর আদর্শের অনুসারী হতে সকলের প্রতি আহবান জানান। অন্যান্য বক্তাগণ মহাযোগী লোকনাথের আধ্যাত্মিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

প্রথম পর্বের অনুষ্ঠান উপস্থপনায় ছিলেন মৃত্যুঞ্জয় দাস।

মধ্যাহ্ন বিরতির পর স্বামীবাগ লোকনাথ মন্দিরের প্রবীণ উপদেষ্টা মোহিনী মোহন চক্রবর্তীর সভাপতিত্বে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আলোচ্য দশ বছর ব্যাপী এই উৎসবের উদ্বোধনী দিবসে বাংলাদেশের সমগ্র জেলায় অবস্থিত লোকনাথ মন্দিরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষ একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর