জয়পুরহাটে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

আপডেট: July 30, 2023 |
inbound951875183407502495
print news

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধি: শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে, সব শিশু দুধ পাবে অনায়াসে এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর  আয়োজনে এবং প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণীসম্পদ অধিদপ্তর,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এর অর্থায়নে রবিবার  সকালে জয়পুরহাট শহর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়  ।

অনুষ্ঠানে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর,উপজেলা সহকারী  শিক্ষা অফিসার তারিক হোসেন, স্কুলের প্রধান শিক্ষক কামরুন্নাহার,উপ সহকারী  প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) রুহুল আমিন, জাহিদুল কামাল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দুধ একটি আদর্শ পুষ্টিকর খাদ্য। তাই সবাইকে সুস্থ থাকতে প্রতিদিন দুধ পান করা  উচিত। দুধ পান করলে শরীরের পুষ্টির চাহিদা অনেকটা পূরণ হয়।

সারাদেশে ৩০০ টি স্কুল এ কার্যক্রম চলমান রয়েছে এর অংশ হিসেবে জয়পুরহাট সদর উপজেলায় ১ টি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

২০৯ জন শিক্ষার্থীর মাঝে তরল দুধ বিতরণ করা হয়। প্রকল্পের মেয়াদ চলাকালীন পর্যন্ত এই দুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর