যেসব কারণে স্বর্ণের দাম বাড়বে

আপডেট: July 30, 2023 |
inbound317597962337783963
print news

বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার উদ্রেক ঘটেছে। স্বাভাবিকভাবেই মন্দার শঙ্কা বিদ্যমান রয়েছে। সেই সঙ্গে ভূ-রাজনৈতিক অস্থিরতা জিইয়ে আছে।

ফলে বিশ্বব্যাপী বিনিয়োগকারী, কেন্দ্রীয় ব্যাংক এবং সাধারণ ক্রেতাদের কাছে স্বর্ণের চাহিদা বেড়েছে।

এ প্রেক্ষাপট আমলে নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের দ্বিতীয়ার্ধেও মহামূল্যবান ধাতুটির দাম ঊর্ধ্বমুখী থাকবে। ইতোমধ্যে যা উঁকি মারছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বের জনবহুল দেশগুলোতে ব্যাপক জনপ্রিয় স্বর্ণ। চীন ও ভারত যার শীর্ষ দুই ক্রেতা।

নেপথ্যে রয়েছে নানা কারণ। ঐতিহাসিকভাবে স্বর্ণকে নিরাপদ আশ্রয় ধাতু হিসেবে বিবেচনা করা হয়। কারণ, অর্থনৈতিক সংকটকালে এর দাম বাড়ে।

মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়তে স্বর্ণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন ব্যবসায়ীরা। বিশ্ব অর্থনীতিতে অতি প্রভাবশালী পণ্য এটি। মন্দা ও আর্থিক ধীরতা যা মোকাবিলা করে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সবশেষ প্রতিবেদন উল্লেখ করে বিশ্লেষক ও বাজার বিশেষজ্ঞরা বলছেন, ইতোমধ্যে গোটা বিশ্বে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে স্বর্ণের চাহিদা বেড়েছে। মূল্যস্ফীতির ঝুঁকি এড়াতে এ পথে হেঁটেছে তারা।

তারা বলছেন, এরই মধ্যে মার্কিন ডলার স্থিতিশীল হয়েছে। সুদের হারও ধীরে ধীরে কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। ফলে ২০২৩ সালের প্রথমার্ধে স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে।

এসময়ে দামি ধাতুটির দাম ঊর্ধ্বগামী হয়েছে ৫ দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছিল ১৯১২ ডলারে।

তবে গত মার্চে বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে অস্থিরতা দেখা দেয়। এতে স্বর্ণের দর আরও বেড়ে যায়। সিলিকন ভ্যালি ব্যাংকে ধস নামায় আউন্সপ্রতি দাম ২০০০ ডলার ছাড়িয়ে যায়।

এরপর থেকে স্বর্ণের দর বাড়ছেই। গত ৪ মে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম উঠে ২০৬৭ ডলারে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ সীমা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়।

বিখ্যাত অর্থ পরামর্শক প্রতিষ্ঠান ফিচ সল্যুশনস পূর্বাভাস দিয়েছে, চলতি বছর গড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম থাকবে ১৯৫০ ডলার।

এবিএন আম্রো গ্রুপ আভাস দিয়েছে, ২০২৩ সালে আউন্সপ্রতি স্বর্ণের দর থাকবে ১৯০০ ডলারে। ২০২৪ সালের শেষদিকে যা দাঁড়াবে ১৯৫০ ডলারে।

অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্যাংকের বিশ্লেষকরা জানাচ্ছেন, এ বছরের শেষদিকে স্বর্ণের মূল্য নিষ্পত্তি হবে ২১০০ ডলারে। আর পরের বছরের সেপ্টেম্বরে তা পৌঁছবে ২২০০ ডলারে।

বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, ২০২৩ সালের শেষদিকে স্বর্ণের দাম থাকবে ১৯০০ ডলার।

এরপর ২০২৪ সালের শেষ নাগাদ দুঃসময়ে বন্ধু ধাতুটির ব্যাপক দরপতন ঘটবে। আউন্সপ্রতি মূল্য ১৭৫০ ডলারে নেমে যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর