গুরুদাসপুরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

আপডেট: July 30, 2023 |
inbound3197039609488271621
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে মদিনা ফার্মেসীর সামনে সমাবেশ করে। বিএনপি’র আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গুরুদাসপুরে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামীলীগ।

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন গুরদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিন মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম সরকার, আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলাল শেখ, মোঃ আরিফুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ রেজাউল করিম সবুজ ফকির, মোহাম্মদ আলমগীর হোসেন শেখ, মোঃ মনিরুল ইসলাম দোলন,মোহাম্মদ মিল্টন হোসেন প্রমূখ সহ আওয়ামীলীগর অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থক বৃন্দ

সমাবেশে বক্তারা বলেন বিএনপি দেশে নতুন করে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের সৃষ্টি করছে। জনগন থেকে প্রতারিত দলটি দেশে আতংক সৃষ্টি করতে আবারও তৎপরতা শুরু করেছে। বিএনপিকে আর আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের সৃষ্টি করতে দেওয়া হবেনা।

Share Now

এই বিভাগের আরও খবর