সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় হবে: পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেন, হাওরের জন্য কাজ করেন, হাওরের জন্য প্রকল্প নিয়ে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী হাসিমুখে হাওরের প্রকল্প পাসও করে দেন। উত্থাপনের ৫ মিনিটের মধ্যে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ স্থাপন প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।’
বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা যুবলীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান।
হাওরের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর গভীর মমত্ববোধ রয়েছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘গ্রামের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করতে চাই আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরবাসীকে ভালোবাসেন। তিনি সবসময় সুনামগঞ্জের হাওরবাসীর খোঁজখবর নেন। হাওরের ধান, বাঁধ, মানুষের ব্যাপারে তিনি আমার কাছে খবর নেন।’