বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আপডেট: August 5, 2023 |
inbound8285023678396931251
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ১৫ (পনের) কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মনবাড়িয়ার সরাইল উপজেলার বোইসা মোড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ মোজাম্মেল হোসেন (৩২) এবং তার স্ত্রী মোছাঃ শাহেদা (২৭)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর জব্বার হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ (পনের) কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শাজাহানপুর থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর