জয়পুরহাটে নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত


জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে নানা আয়োজনে মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী , পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম সহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এর সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর,(সার্বিক) আনোয়ার পারভেজ,বিজ্ঞ জিপি মোমিন আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হাক্কানী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাহফুজার রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সাহেলা পারভিন,সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন, আজহারুল ইসলাম, আব্দুল্লাহ আল- মাহবুব, শামিম হোসাইন প্রমুখ।