সিংগাইরে গৃহবধু ধর্ষণ মামলার মূল আসামী গ্রেপ্তার

আপডেট: August 7, 2023 |
inbound2815129173774538593
print news

সোহরাব হোসেন,সিংগাইর প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে গৃহবধু ধর্ষণ মামলার মূল আসামী শরিফকে (৩৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত শরিফ উপজেলার চান্দহর ইউনিয়নের চর পল্টন গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

রোববার (৬ আগস্ট) দিবাগত রাতে তাকে ওই এলাকার পাড়াগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, বাকি আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

মামলার এজাহারে প্রকাশ, ভিকটিমের স্বামী ইরাক প্রবাসী হওয়ায় সন্তান নিয়ে সে বাবার বাড়ি চর পল্টনে বসবাস করেন।

গত ২৫ জুলাই রাত পৌনে ৮ টার দিকে এক জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে শরিফ ও তার দু’সহযোগী-হযরত মোল্লা(৪৫) ও রমিজসহ(৪০) অজ্ঞাতনামা ২-৩ জনের সহায়তায় বিল্লাল শিকদারের কলা বাগানে নিয়ে ধর্ষণ করে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাশেষে ২৭ জুলাই ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে শরিফসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২-৩ জনের নামে মামলা দায়ের করেন।

পুলিশ গ্রেফতাকৃত শরিফকে সোমবার (৭ আগস্ট) আদালতে প্রেরণ করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর