ফরিদপুরের চার উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী


তারেকুজ্জামান,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নতুন ৬শ ২৪টি পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তরসহ জেলার চারটি উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৯ আগষ্ট ) সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে সারা দেশের সাথে একযোগেএই কার্যক্রম উদ্বোধন এবং ভুমিহীন জেলা উপজেলা ঘোষনা করেন।
এসময় ফরিদপুর জেলার ৪ টি উপজেলাকে সম্পূর্ণরূপে “ক” শ্রেণীর’ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করেন।
ফরিদপুরের ভুমিহীন উপজেলা সমুহ হলো ফরিদপুর সদর, বোয়ালমারী, চর ভদ্রাসন ও ভাঙ্গা উপজেলা।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এউপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ হস্তান্তরের সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের জমি ও গৃহ প্রদান উদ্বোধন অুনষ্ঠনে এরই অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদের মিলনায়তনে বড় পর্দায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিহীন ও গৃহহীনমুক্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী এর সভাপতিত্বে, গৃহহীনমুক্ত ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান।
পরে উপকার ভোগীদের মাঝে প্রতিকী চাবি হস্তান্তর ও দোয়া করা হয়।